২১, ডিসেম্বর, ২০২৪, শনিবার
     

শরীয়তপুরে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি ঃ
শরীয়তপু জেলার ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান মজিদ জরনিা ফাউন্ডেশন স্কুল বার্ষিক ক্রীড়া, সাহিত্য সংস্কৃতি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দিন ব্যাপী নড়িয়া উপজেলার নর বারাখানা এলাকর এতিহ্য বাহী উক্ত স্কুল প্রাঙ্গনে ঝাকজমক পূর্ন পরিবেশে এ অনুষ্ঠান সম্পূর্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক আই জিপি এ কে এম শহীদুল হক , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআই জি সৈয়দ নুরুল ইসলাম । অত্র কলেজের অধ্যাক্ষ ফরিদ আল হোসাইনের সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুনাকের সাবেক সভাপতি ও কলেজের ট্রাষ্টি বোডের সদস্য বেগম শামসুন্নাহার রহমান, শরীয়তপুরের পুলিশ সুপার মাহবুবুল আলম, জেলা শিক্ষা কর্মকর্তা শ্যামল চন্দ্র শর্মা প্রমুখ। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। এ সময় বাংলদেশ পুলিশের সাবেক আইজপি এ কে এম শহীদুল হক কলেজের ছাত্র/ছাত্রীদেরকে উদ্দেশ্য করে বলেন, আমাদের কলেজের মুল নীতি হচ্ছে শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম এই গুন গুলো তোমরা হৃদয়ে ধারন করবে. পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চায় নিজেদেরকে নিয়োজিত রাখবে। তাহলে তোমরা তোমাদের কাংক্ষিত লক্ষে পৌছতে পারবে।

               

সর্বশেষ নিউজ