২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

৩৮ রান করে মাঠ থেকে বিদায় নিলেন মিরাজ

সাব্বির রহমানের দ্রুত বিদায়ের পর মিরাজ ও সাকিবের ভালো ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে ছিলো বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ ওভাবের টাইগারদের সংগ্রহ ৫৩ রান। মেহেদি হাসান মিরাজ ২৬ বল খেলে করেছেন ৩৬ রান অন্যদিকে সাকিব আল হাসান ৬ বল খেলে করেছেন ৪ রান। এরপরই ২৬ বলে ৩৮ রান করে আউট হোন মিরাজ।

এদিন বাংলাদেশের ইনিংসের গোড়াপত্তন করেন মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমান। প্রথম ওভারেই ১১ রান তুলে ভালো করেছিলো বাংলাদেশ। কিন্তু দলীয় ১৯ রানের মাথায় অভিষিক্ত আসিথা ফার্নান্দোর করা তৃতীয় ওভারের পঞ্চম বলে আউট হন সাব্বির। আসিথার বলে পুল শট খেলতে গিয়ে দেরি করে ফেলেন। বল তার ব্যাটে চুমু দিয়ে উইকেটরক্ষক কুশাল মেন্ডিসের গ্লাভসবন্দি হয়।

               

সর্বশেষ নিউজ