১৬, নভেম্বর, ২০২৪, শনিবার
     

যে রেকর্ডে বাংলাদেশে প্রথম ও বিশ্বে ৪০তম তামিম

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবির পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচই জিতে গেল বাংলাদেশ।

তামিম ইকবালের নেতৃত্বে এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম জয়ের স্বাদ পেল টাইগাররা।

রোববার গায়ানায় অনুষ্ঠিত ম্যাচে ১৫০ রান তাড়ায় আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন তামিম। দুর্ভাগ্যবশত রানআউটে কাঁটা পড়ে ইনিংস লম্বা করতে পারেননি। তার আগে মাত্র ২৫ বলে চারটি বাউন্ডারি ও এক ছক্কায় ৩৩ রান করেন।

আর এই ইনিংস খেলার পথে অন্যরকম এক সেঞ্চুরিও হয়ে গেছে দেশসেরা ওপেনারের। তা হচ্ছে ছক্কার সেঞ্চুরি।

ম্যাচের শুরুর দিকে অ্যান্ডারসন ফিলিপের ডেলিভারিকে ফাইন লেগ দিয়ে উড়িয়ে বাউন্ডারির বাইরে পাঠান তামিম। ওই একমাত্র ছক্কা হাঁকিয়ে ওয়ানডেতে ১০০টি ছক্কা মারারমাইলফলক স্পর্শ করেন তামিম।

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে ফরম্যাটে ১০০ ছক্কার মালিক হলেন তামিম। তবে আন্তর্জাতিক পরিসরে তামিমের অবস্থান ৪০তম। বিশ্ব ক্রিকেটে তামিমের আগে ৫০ ওভারের ফরম্যাটে ১০০ ছক্কা হাঁকিয়েছেন আরও ৩৯ জন ব্যাটার।

এ তালিকায় ৩৫১টি ছক্কা হাঁকিয়ে শীর্ষ অবস্থানে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ‘বুমবুম’ শহীদ আফ্রিদি। তিনশর বেশি ছক্কা হাঁকানো দ্বিতীয় ব্যাটার হলেন ক্যারিবীয় দানব ক্রিস গেইল।

তবে বাংলাদেশে তামিমই প্রথম ১০০ ছক্কার মাইলফলক ছুঁলেন। এ ক্ষেত্রে তামিমের পেছনে রয়েছেন অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম, ৮৫টি। ৫০টি ছক্কা হাঁকিয়ে তৃতীয় অবস্থানে টি-টোয়েন্টি দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। সবাইকে অবাক করে দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। স্বীকৃত পেসার হয়ে তার ছক্কার সংখ্যা ৬২টি। দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এক্ষেত্রে অনেক পিছিয়ে। এখন পর্যন্ত ওয়ানডেতে ৪৬ ছক্কা হাঁকিয়েছেন তিনি।

               

সর্বশেষ নিউজ