সীমান্ত ও রাজনৈতিক বৈরিতার বলি হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে পারছেন না পাকিস্তানের ক্রিকেটাররা।
তবে বিশ্বজুড়ে হওয়া আর সব ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলতে অসুবিধা নেই বাবর আজম, শাহিন আফ্রিদিদের।
কিন্তু এবার সেই সুবিধাও পাচ্ছেন না পাকিস্তানি তারকারা।
জানা গেছে, এবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার জন্য বাবর আজমদের অনাপত্তিপত্র (এনওসি) দেবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এমনকি আগামী বছরের শুরুতে সংযুক্ত আরব-আমিরাতে অনুষ্ঠিতব্য আইএল টি-টোয়েন্টিতে খেলোয়াড়দের অংশগ্রহণের অনুমতি দেবে কিনা তাও স্পষ্ট করেনি পিসিবি।
মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছে ক্রিকেটের জনপ্রিয় সাইট ‘ইএসপিএনক্রিকইনফো’।
এমন সিদ্ধান্তের জন্য আন্তর্জাতিকে পাকিস্তান দলের ব্যস্ত সূচিকে কারণ হিসেবে জানিয়েছে পিসিবি। দেশের খেলায় সর্বাধিক গুরুত্ব দিতেই এ সিদ্ধান্ত।
সেটি হলে চুক্তির বাইরে থাকা খেলোয়াড়দের কেন নিষিদ্ধ করা হচ্ছে, সে প্রশ্ন উঠতেই পারে। তার জবাব আসেনি এখনো পিসিবির পক্ষ থেকে।
অস্ট্রেলিয়ার জনপ্রিয় টুর্নামেন্টটি খেলার অনুমতি না পেলে বড় আর্থিক লাভ থেকে বঞ্চিত হবেন পাকিস্তানের শীর্ষ খেলোয়াড়রা।
তবে বিদেশি লিগ খেলতে না দিলেও ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।